গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভ ব্যবহার করবেন কীভাবে?
গুগল ড্রাইভ :
গুগল ড্রাইভ হচ্ছে অনলাইন ফাইল স্টোরেজ সার্ভিস। এখানে প্রয়োজনীয় ফাইল, ইমেজ, ভিডিও, ডকুমেন্টস, অ্যাপ ইত্যাদি আপলোড করে স্টোর করে রাখা যায়।
( ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন- গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভ ব্যবহার করবেন কীভাবে? এতে অত্যন্ত সহজ ভাষায় সবকিছু দেখানো হয়েছে। Technical Azad )
গুগল ড্রাইভ ব্যবহার করবেন কীভাবে?
1. Web Browser এ drive.google.com লিখে সার্চ দিন।
2. এরপর নতুন পেইজে গুগলের লগইন পেইজ দেখতে পাবেন। ওখানে আপনার Gmail একাউন্ট এবং পাসওয়ার্ড ইউজ করে লগইন করতে হবে।
3. আপনার Web Browser এ গুগল ড্রাইভ আগে থেকেই গুগল একাউন্টে লগইন করা থাকলে আপনাকে Google Account Login পেজ দেখাবে না।
4. Google drive এ আপনার Account লগইন করার সাথে সাথে আপনি নিজের Account ড্যাশবোর্ড দেখতে পাবেন।
5. New অপশন থেকে নতুন ফাইল বা ছবি একাউন্টে Upload করতে পারবেন।
6. New তে ক্লিক করার পর আপনারা আপনাদের কম্পিউটারের স্টোরেজ থেকে ফাইল Upload করার Option পাবেন।
( ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন- গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভ ব্যবহার করবেন কীভাবে? এতে অত্যন্ত সহজ ভাষায় সবকিছু দেখানো হয়েছে। Technical Azad )
7. New option এ ক্লিক করার পর দুটো Option দেখতে পাবেন।
১। File upload
২। Folder upload
১। আপনি শুধু একটি ফাইল বা ছবি Upload করতে চাইলে File Upload অপশনে ক্লিক করুন
২। যদি একটি ফোল্ডার একসাথেই ড্রাইভে Upload করতে চান, তাহলে Folder Upload এ ক্লিক করুন।
8. গুগল ড্রাইভ এ ফ্রি থাকা ১৫ জিবি স্টোরেজ স্পেস থেকে আপনি কতটুকু ব্যবহার করেছেন এবং কতটুকু খালি রয়েছে তা ড্যাশবোর্ডের বামদিকে দেখতে পাবেন।
Google drive থেকে কোনো ছবি, ডকুমেন্ট বা ফাইল ডাউনলোডঃ
1. Google drive থেকে কোনো ছবি, ডকুমেন্ট বা ফাইল ডাউনলোড করার জন্য সেই ছবি বা ডকুমেন্টে ক্লিক করুন।
2. ক্লিক করার পর ছবির Preview দেখতে পাবেন।
3. উপরে ডানদিকে ডাউনলোড Option দেখতে পাবেন। ওই ডাউনলোড করা Option ক্লিক করলেই ফাইল বা ছবি ডাউনলোড হয়ে যাবে।
( ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন- গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভ ব্যবহার করবেন কীভাবে? এতে অত্যন্ত সহজ ভাষায় সবকিছু দেখানো হয়েছে। Technical Azad )
No comments