Click Here

Gmail Account কিভাবে খুলতে হয়?

 

Gmail Account খোলার নিয়ম :

 Gmail Account বা google account খোলার জন্য যাযা করতে হবে-

  ১। আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন।


 ২।  জিমেইল ওয়েবসাইটে যান। 

    

৩। জিমেইল এর ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে থাকা Create account এ ক্লিক করুন।

       

            ( কিভাবে Gmail Account বা google account খোলতে হয় ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন- Gmail Account কিভাবে খুলতে হয়?  ) ( Technical Azad )


৪। এর পরে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। এখন আপনাকে আপনার First name, Last name, Username, Password এবং Conform Password দিয়ে Next বাটুনে ক্লিক করুন।

 

৫। এর পরে আপনার সামনে নতুন আর একটি পেজ ওপেন হবে। সেখানে আপনার Phone Number, Your birthday, Gender (পুরুষ হলে Male আর মহিলা হলে Female) দিয়ে Next বাটুনে ক্লিক করবেন।

  

 ৬।   Phone Number নাম্বার দিয়ে Send অপশনে ক্লিক করতে হবে।

 

৭। Send বাটুনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে গুগল থেকে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। তারপরে Verify তে ক্লিক করবেন।

 

৮। Verify করার পরে আপনার সামনে Google Terms & Conditions দেখানো হবে।

 

৯। এর পর I agree তে ক্লিক করবেন। তারপরে যদি কোনো অপশনে আসে তাহালে সেটা Skip করে দিবেন।

 

স্বাগতম, আপনার জিমেইল একাউন্ট Gmail Account বা গুগল একাউন্ট তৈরী হয়ে গেছে। এখন আপনি অন্যকে ইমেইল পাঠাতে পারবেন এবং অন্য কেউ আপনাকে ইমেইল পাঠাতে পারবে।


 ( কিভাবে Gmail Account বা google account খোলতে হয় ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন- Gmail Account কিভাবে খুলতে হয়?  ) ( Technical Azad )










No comments

Featured Post

Earn Money Online Easily

            Earn Money Online Easily           An effective way to earn online. Our online dependence is constantly increasing. So the way t...

Search This Blog

Theme images by Petrovich9. Powered by Blogger.