Click Here

ফাইল / ফোল্ডার কি? কোন ফাইল বা ফোল্ডারে পাসওয়ার্ড সেট করার নিয়ম কি?

            ফাইল কাকে বলে?

ফাইল হলো একটি তথ্য যা কম্পিউটার প্রোগ্রাম এর নিকট গ্রহণযোগ্য।

যেমনঃ  ভিডিও, অডিও,  ছবি ইত্যাদি।


            ফোল্ডার কাকে বলে?

কম্পিউটার ফাইল সমূহ যে কন্টেইনারে সংরক্ষণ করা হয় বা রাখা হয় তাকে ফোল্ডার বলে। 

যেমন আমরা ব্যাগ এ বই খাতা রাখি। এই ক্ষেত্রে ব্যাগ হলো ফোল্ডার আর বই খাতা হলো ফাইল।


        কোন ফাইল বা ফোল্ডারে পাসওয়ার্ড সেট করার নিয়ম হচ্ছে-

            ১। যে ফাইল বা ফোল্ডারে পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন ঐ ফাইল বা ফোল্ডারে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করতে হবে।   


            ২। এর পর অনেকগুলো অপসন আসবে এর মধ্য থেকে Add To Archive এ ক্লিক করতে হবে।


           ৩। এখন একটি পপআপ উইন্ডোজ আসবে। উপরে General অপসন সিলেক্ট রাখতে হবে এবং Set Password ক্লিক করতে হবে।


           ৪। Set Password ক্লিক করলে একটি পপআপ উইন্ডোজ আসবে। Enter Password এর নিচের বক্সে Password দিতে হবে।


           ৫। Reenter Password For Verification এর নিচের বক্সে পুনরায় একই Password দিয়ে দিতে হবে।


           ৬। এবার Ok প্রেস করতে হবে। পুনরায় Ok প্রেস করতে হবে। সঙ্গে সঙ্গে Password সেট হবে।


Source :   ফাইল / ফোল্ডার কি? কোন ফাইল বা ফোল্ডারে পাসওয়ার্ড সেট

Video Source :  How to Set Password in Folder

Video Source :  Tech






No comments

Featured Post

Earn Money Online Easily

            Earn Money Online Easily           An effective way to earn online. Our online dependence is constantly increasing. So the way t...

Search This Blog

Theme images by Petrovich9. Powered by Blogger.