পাওয়ার পয়েন্ট (Power Point) কি? প্রেজেন্টেশন তৈরি করা যায় কিভাবে
পাওয়ার পয়েন্ট (Power Point) কি?
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি এপ্লিকেশন সফটওয়ার। মাইক্রোসফট PowerPoint হলো Presentation Design Software যার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির কোন বিষয়কে দর্শকদের কাছে বড় পর্দায় প্রেরণ করার জন্য Slide তৈরি করে Slide Show করা হয় ।
এ সফটওয়ারের সাহায্যে বিভিন্ন স্লাইড শো তৈরি করে উপস্থাপন করা যায় বলে একে প্রেজেন্টেশন সফটওয়ারও বলা হয়ে থাকে। প্রেজেন্টেশন কথার অর্থ হল উপস্থাপন করা। কোন বিষয় সম্বন্ধে বিভিন্ন তথ্যকে উপস্থাপন করার পদ্ধতিকে Presentation বলে। আর বিভিন্ন তথ্যকে উপস্থাপন করার অন্যতম একটি মাধ্যম পাওয়ার পয়েন্টকে (Microsoft Power point)
পাওয়ার পয়েন্টের সাহায্যে কি কি কাজ করতে পারবেন?
১। পাওয়ার পয়েন্ট (Microsoft Power point) এর সাহায্যে একটি সম্পূর্ণ Presentation করা যায়।
২। পাওয়ার পয়েন্ট (Microsoft Power point) এর সাহায্যে স্লাইড গুলি একত্রে একটি File এ store করা যায়।
৩। পাওয়ার পয়েন্ট (Microsoft Power point) এর সাহায্যে বিষয়গুলি আলাদা আলাদা Slide এ লেখা যায়।
৪। পাওয়ার পয়েন্ট (Microsoft Power point) এর সাহায্যে স্লাইডে ছবি, গ্রাফ, সাউন্ড ব্যবহার করা যায়।
Source: পাওয়ার পয়েন্ট (Power Point) কি? প্রেজেন্টেশন তৈরি করাVideo Source : PowerPoint - Part 01
Video Source : PowerPoint - Part Part 2
Video Source : PowerPoint - Part 3
Video Source : PowerPoint - Part 4
Video Source : Audio add PowerPoint
Video Source : Tech
No comments