হাতে টাইপ করার দিন শেষ | Use Google Docs Voice Typing Techniques | Google Docs Voice Typing, Technical Azad
গুগল ডক্স এর মাধ্যমে ভয়েস টাইপিং করার নিয়মঃ
একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম বা অন্য যেকোন ব্রাউজার আপনারা ওপেন করতে পারেন। গুগল অ্যাপসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে খুঁজে পাবেন ডক্স নামে একটি অপশন। ডক্স এ অপশনে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে একটি ইন্টারফেস চলে আসবে এখানে + আইকনে ক্লিক করবেন। আপনার সামনে মাইক্রোসফট ওয়ার্ড এর মত একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যেকোনো লেখা লিখে দিতে পারবেন। এখানে আপনারা কোন লেখা লেখার পরে সংযোজন-বিয়োজন করতে পারবেন। এখানে লেখা বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, যেকোনো লেখা এখানে মাইক্রোসফট ওয়ার্ড এর মত সংযোজন-বিয়োজন করে নিতে পারবেন।
গুগল ডক্স এর মাধ্যমে ভয়েস টাইপিং করার জন্য আপনি যেখান থেকে লেখা শুরু করতে চাচ্ছেন যে জায়গায় মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর সামান্য কিছু সেটিং আপনাকে মনে রাখতে হবে। উপরে টুলস নামে একটি অপসন রয়েছে,ঐ টুলস অপসনে ক্লিক করে নেওয়ার পর। একটু নিচের দিকে যদি লক্ষ করেন তাহলে ভয়েস টাইপিং নামে একটি অপশন দেখতে পাবেন। ভয়েস টাইপিং অপশনে ক্লিক করে দিতে হবে।
এবার মাইক্রোফোনের মত একটি চিহ্ন সামনে চলে আসবে। এবার এখানে ক্লিক করে নিচের দিকে এসে বাংলা বাংলাদেশ লেখা সিলেক্ট করে দিতে হবে। এবার মাইক্রোফোনের মত চিহ্নটিতে ক্লিক করে দিলে মুখে যা বলবেন তাই আপনার কম্পিউটার লিখতে থাকবে।
Source : হাতে টাইপ করার দিন শেষ | Use Google Docs Voice Typing
Video Source : Google Docs Voice Typing
Video Source : How To Use Google Drive In Laptop
Video Source : How To Use Google Drive In Mobile
Video Source : Tech
No comments